কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে যথাযথ মর্যাদায় ১৪ ডিসম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর-২৪) ৩ টায় কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন-এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় মতামত প্রকাশ করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, খেলাঘর আসর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, রিফাত হোসেন মিরাজ প্রমূখ।

প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। 

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)