পরেশ দেবনাথ, কেশবপুর,যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পিএফজি’র আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর-২৪) সকাল ১১টায় উপজেলা সংলগ্ন চৌরাস্তার মোড়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে "রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে, দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানানো হয়।
এই মানববন্ধনে পিএফজির পিস অ্যাম্বাসেডর মোঃ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, পিএফজি কো-অর্ডিনেটর এবং স্থানীয় গণঅধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব ইকরামুল কবির মিঠু, মোঃ ওহিদুজ্জামান-ৃএকাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ মশিউল আজম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, সাংবাদিক প্রদীপ কুমার ও মোঃ হুমায়ুন কবির, জাকের পার্টির সভাপতি মোঃ লিটন মোল্লা, পৌর বিএনপির কৃষক দলের সভাপতি মোঃ নাজিম উদ্দীন, এবং মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন।
মূল বক্তব্য উপস্থাপন করেন, পিএফজির পিস অ্যাম্বাসেডর ও বীর প্রতিক কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক মোর্শেদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পিএফজির সহ-সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, নৃগোষ্ঠীর ধর্মীয় নেতা প্রহল্লাদ বিশ্বাস, খ্রিষ্টান ধর্মীয় নেতা উত্তম কুমার মণ্ডল, ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, সহ-সমন্বয়কারী টগর হোসেন, সদস্য ফয়সাল হোসেন এবং আদিবাসী নেতা চয়ন বিশ্বাস।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান এবং পিএফজির ইয়ুথ লিডার অজয় কুমার বিশ্বাস।