মোঃ আবুবকর সিদ্দিক,ষ্টাপ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
ঢাকা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মুনসিচর (সমাজ মনাহাপুর) এলাকার মৃত ছবেদ আলী ছেলে প্রতিবন্ধী মো: সিরাজ মিয়ার (৭০) স্বপ্ন পূরন হল।দীর্ঘদিন ধরে সিরাজ মিয়া কষ্টে দিনপাত পার করছে। ছেলে সন্তান না থাকায় সংসারে চালাতে হিমশিম খাচ্ছে। দুই হাত দিয়ে প্রতিনিয়ত চলাচল করে সে। শেষ বয়সে স্বপ্ন তার একটি হুইল চেয়ার।
গত ৩ ডিসেম্বর ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি ধামরাই আমতা বাউখন্ড গ্রামের ইঞ্জি:হাসান আলী, প্রবাসী মিটুল খান,এবং বাউখন্ড ইসলামী যুব উন্নয়ন সংস্থার সদস্যদের নজরের আসে। ৫ ডিসেম্বর রাতে সংস্থার পক্ষ থেকে সাইফুল ইসলাম বিষয় টি গণমাধ্যম কর্মীর সাথে যোগাযোগ করে এবং সিরাজ মিয়ার সম্পূর্ন পরিচয় নেয়। সিরাজ মিয়ার হুয়িল চেয়ারের দাবি পূরনের আশ্বাস দেন।
তার ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিবন্ধী মো: সিরাজ মিয়ার বাড়িতে গিয়ে একটি হুয়িল চেয়ার উপহার দেন যুব উন্নয়ন সংস্থার সদস্যরা।
উপহার পেয়ে সিরাজ মিয়ার খুশির শেষ নেই। এ সময় তিনি ইসলামী যুব উন্নয়ন সংস্হার ও তার পাশে দাঁড়ানো সকলের জন্য দোয়া করেন। ভবিষ্যতে যেন সাধারণ জনগণ ও অসহায়দের পাশে দাঁড়াতে পারে নেই কামনা করেন। পরে সকলকে তার গাওয়া একটি গান শুনান।