পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি, যশোর, দৈনিক সারা দুনিয়া।
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর-২৪) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমান-এর সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হানান, সংগঠনের উদ্যোক্তা ও সমাজকর্মী সুফিয়া পারভিন (শিখা), উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।
অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, জয়েন্ট সেক্রেটারী আব্দুর রহমান, ডিরেক্টর এনামুল হক, ‘কালব’ লিমিটেডের উপজেলা ব্যবস্থাপনা শওকত হোসেন, সাধারণ সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, এস এম শাহজাহান, হাফিজুর রহমান, মোস্তফা কামাল লিটন, সাইফুজ্জামান, আবু শাহিন, আফজাল হোসেন, আহসানুল কবির, প্রশান্ত পাইন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
অনুষ্ঠানে সমিতির সদস্য শিক্ষকদের মেধাবী সন্তানদের পুরস্কার দেওয়া হয় এবং সমিতির সদস্যদের মধ্যে লেনদেন ভালো সদস্যকে পুরুষকার দেয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে পৌর শহরের সংগঠনের কার্যালয়ে ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-চেয়ারম্যান রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান শেখ আবু নাছের, সেক্রেটারি কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহমান, ট্রেজারার একরামুল আলম ও ডিরেক্টর এনামুল হক। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সহকারী অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের বিদায়ী সেক্রেটারি আফসার উদ্দীন। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান, কালব’র কেশবপুর শাখার ব্যবস্থাপক শওকত হোসেন।