কৃষ্টিবন্ধন, যশোরের সম্মানীয় দু’জন কর্ণধারকে শুভজন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , যশোর, দৈনিক সারা দুনিয়া।


কৃষ্টিবন্ধন, যশোরের সম্মানীয় দু’জন কর্ণধারকে শুভজন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। কৃষ্টিবন্ধন, যশোরের অস্থায়ী কার্যালয় ১৭১, জিরোপয়েন্ট মসজিদ, নাজির শংকরপুর, যশোরে ওই শুভেচ্ছা জানানো হয়।

সোমবার (৩০ ডিসেম্বর-২৪) সন্ধ্যায় সহ-সভাপতি প্রফেসর গোপিকান্ত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়’র সঞ্চালনায় কৃষ্টিবন্ধন, যশোরের সম্মানীয় দু’জন কর্ণধার সহ-সভাপতি কবি প্রফেসর মঞ্জুয়ারা সোনালি ও সাংগঠনিক সম্পাদক জনাব প্রফেসর আবু সাঈদ মোঃ আতিকুর রহমানের শুভজন্মদিনে কৃষ্টিবন্ধন এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা, কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

আনন্দঘন শুভজন্মদিন অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যে শুভেচ্ছা জানান, গীতিকবি এ ডি এম রতন, সাবেক সভাপতি, বিদ্রোহী সাহিত্য পরিষদ, কবি এম এন এস তুর্কী, কবি প্রফেসর মোঃ শহীদুল আলম, কবি সোহরাব হোসেন, নৃত্যশিল্পী কাজি ইশরাত শাহেদ টিপ, সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার প্রমুখ। সকলেই কবিদ্বয়ের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)