পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়র তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের জমিদাতা সদস্য জনাব নিছার আলী শেখ।
অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক (জাতীয় পুরস্কার প্রাপ্ত) জনাব বাবুর আলী গোলদার, ২৭ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মহসিন আলম, পাঁজিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব লিয়াকত আলী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সোহেল পারভেজ, জনাব নিলুফার ইয়াসমিন, সমাজ সেবক ডাক্তার আব্দুল গফফার ও মির্জা গোলাম হাফিজ।
বিদ্যালয়েরর মধ্যে মেধা তালিকায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে আনিশা ইভা। সে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।