পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ ডিসেম্বর-২৪) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মহাসিন আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।