কেশবপুরের মঙ্গলকোটে সাড়ম্বরে সাথে দুইদিন ব্যাপী বড়দিন উদযাপিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের পাথরা ও বড়েঙ্গা এই দুটি গ্রামে খ্রিস্টীয় মন্ডলের আয়োজনে সাড়ম্বরে সাথে দুইদিন ব্যাপী বড়দিন উদযাপিত হয়েছে। বড়েঙ্গা শালোম এজি চার্চ থেকে সুদেব সরকার জানান, আমরা ২৪ তারিখ রাত হতে ২৫ তারিখ পর্যন্ত বড়দিন পালন করি। পাথরা (ছোট পাথরা) থেকে অসীম সরকার জানান, আমাদের অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে (২৬ ডিসেম্বর-২৪) শেষ হয়েছে।

‘পাপকে ঘৃণা করো-পাপীকে নয়, ঘৃণা নয় ভালোবাসো সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময়’ আহ্বান জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং নানা আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাইবেল পাঠ, কেক কাটা, প্রার্থনা, আলোচনা সভা, আনন্দ-উৎসব, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, ধর্মীয় গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ দুইদিন ব্যাপী নানা আয়োজনে উদযাপন করলো মঙ্গলকোটের খ্রিস্টান সম্প্রদায়রা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে মানুষের মনের রাজা যিশুখ্রিস্ট এদিন আসেন জগৎ-সংসারে।

 মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী মানুষের অন্তরে অন্তরে যেন ছড়িয়ে যায় সে প্রার্থনা করেছেন অনুসারীরা। ক্রিসমাস ট্রি আর বর্ণময় বাতি দিয়ে উদ্ভাসিত করা হয় সর্বত্র। সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের উপলক্ষ দিবসটি উদযাপিত করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ছোট পাথরা গ্রামের অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বাইবেল পাঠ করেন বিকাশ সরকার। অনুষ্ঠানে তরঙ্গ সঙ্গীত একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)