পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি-০৩৪৩ এর বার্ষিক পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ডিসেম্বর-২৪) অনুষ্ঠিত হয়েছে। আগাপে-এর পরিচালনায় ও ক্যাম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পের ১৮৪ জন শিশুর মাঝে বাৎসরিক পুরস্কার হিসেবে কম্বল, জ্যাকেট ও চাঁদর বিতরণ করা হয়েছে।
আগাপে এর পরিচালক জয় বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও শংকর কুমার দাসের সঞ্চালনায় বালিয়াডাঙ্গায় প্রকল্প কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী নির্মলেন্দু সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিশু সুরক্ষা কমিটির সদস্য এস আর সাঈদ, মহিলা মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির সদস্য নাজমা সুলতানা, পালক স্টিফেন বিশ্বাস, এলসিসি ম্যানেজার জাবের বিশ্বাস, সেন্ট্রাল ম্যানেজার (বিডি-০৩২৯) মৃদুল সরকার প্রমূখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রখেন, প্রকল্পের সেন্টার ম্যানেজার (বিডি-০৩৪৩) লিটন বেপারী। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।