পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে ইসলামী যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শণিবার (২১ ডিসেম্বর-২৪) বাদ আছর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে স্থানীয় ইসলামী যুবসমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ বজলুর রহমান সরদার-এর সভাপতিত্বে ও মাস্টার মোঃ নজরুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ও মিডিয়াটিমের সদস্য এবং এলাকার কৃতি সন্তান এস,এম মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক হোসেন।
মাহাফিলে প্রধান বক্তা তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা দীনি আলোচনা পেশ করেন, হাফেজ মুফতি মাওলানা আবুল হোসেন হামিদী (খুলনা), বিশেষ আলোচক মাওলানা মোঃ মাসুদুর রহমান (লাল মনিরহাট) ও ক্বারী মোঃ দিদারুল ইসলাম। এছাড়াও ওলামায়ে কেরাম তাশরীফ আনেন। মাহাফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোন্তাজ উদ্দীন মোড়ল।