কেশবপুরে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক কবিতা "চল চল চল" থেকে অনুপ্রাণিত হয়ে, যুব নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠীগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর-২৪) বিকেলে কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের পরিত্রাণ এনজিও কার্যালয়ে অনুষ্টিত সভায় ওয়াইপিএজির সমন্বয়কারী হাসিব হোসেন-এর সভাপতিত্বে এবং পিএফজি’র সমন্বয়কারী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আযাদ-এর সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

সভায় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজির পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভিন শিখা, ওয়াইপিএজির সহ- সমন্বয়কারী ছাত্রদলের সাকিবুল হাসান মুসা, সুমাইয়া খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও যুব সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালের জন্য ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনায় সম্প্রীতির চর্চা, রাজনৈতিক সহিংসতা নিরসন এবং আন্তঃধর্মীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়। এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ, যুব নেতৃত্ব বিকাশ, উঠান বৈঠক, এবং ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে পিএফজি’র সাথে যৌথভাবে সম্প্রীতির কেশবপুর গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)