পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর-২৪) উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উদ্যোগে "সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন" শীর্ষক মতবিনিময় সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠিগত সহিংসতা পরিহার ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে ওই সভার আয়োজন করা হয়।
সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) পিস অ্যাম্বাসেডর জনাবা সুফিয়া পারভিন শিখার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাসুদেব গোস্বামী।
মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান এবং পিস অ্যাম্বাসেডর ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। সভার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন, ইয়ুথ লিডার রাজিয়া সুলতানা।
উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইমাম ও ধর্মীয় নেতা মোঃ আব্দুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোঃ কামরুজ্জামান, সাগরদাঁড়ী আবু সারাফ সাদেক কলেজের সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, শিক্ষক সঞ্জীব কুমার, জাতীয় পার্টির সদস্য মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা মোঃ আব্দুল জলিল, মহিলা দলের নেত্রী মোছাঃ রেহেনা খাতুন ও রাশিদা খাতুন, ইউপি সদস্য মোঃ শহর আলী গাজী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এবং বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
বক্তারা সভায় বলেন, "সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মানবিক আচরণ ও সহিষ্ণু মনোভাব অত্যন্ত জরুরি। সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ধর্মীয় উগ্রতা ও জাতিগত বিদ্বেষ দূর করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক ও ন্যায়ের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠন করতে হবে।" শেষে বক্তারা রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠির প্রতিনিধিদের একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়ে সভার সাফল্য কামনা করেন।