সাটুরিয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে বহালের দাবিতে আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার
0

 


মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ,দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে অত্র উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে বহালের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 


গত ১৭/১২/২০২৪ তারিখে  হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এর মাঠে "বৈষম্যহীন সাটুরিয়া চাই" নামে একটি সামাজিক সংগঠন এ আলোচনা সভা  আয়োজন করেন। 


উক্ত অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ হতে ২০২৪ সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।


অনুষ্ঠান সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিম পারভেজ হোসেন। 

অনুষ্ঠান সঞ্চালনায় করেন জনাব মোশাররফ হোসেন মেম্বার। 



এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বালিয়াটী ইউনিয়ন পক্ষে  জাহাঙ্গীর আলম হরগঞ্জ ইউনিয়নের আঃ গফুর মোল্লা,তিল্লী মোঃ রাকিবুল হাসান,ফুকুরহাটী ইউনিয়নের ছানোয়ার হোসেন,বরাইদ ইউনিয়নের সোহেল আহম্মেদ,দিঘলিয়া-ইউনিয়নের  কাওসার আহম্মেদ, দরগ্রাম ইউনিয়নের ইস্রাফিল হোসেন

সাটুরিয়া ইউনিয়নের বন্যা আক্তার,ধানকোড়া ইউনিয়নের সুজন আহম্মেদ প্রমুখ ছাত্রছাত্রীদের পক্ষে  রিপন হোসেন, নয়ন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাই আগষ্ট মাসের  ছাত্র আন্দোলনে সোহেল রানা ও মুন্নি আক্তার আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে অপেক্ষা করে ছাত্রজনতার পাশে ছিলেন এবং অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারের সকল কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করার প্রেরনা দিয়ে যাচ্ছেন। 


বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার কে স্বপদে বহালের দাবি জানান।


এ সময় ৯ টি ইউনিয়নের প্রায় তিনশতাধিক ছাত্র ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)