কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


"দুর্নীতি বিরুদ্ধে তারুন্যের একথাঃ গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর-২৪) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেন। অতঃপর র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন। 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী ও উপজেলা বিএনপির সাধাকা সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। 

আরও বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ, জেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, শিক্ষার্থী মাইমুনা খাতুন প্রমুখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)