যশোর-খুলনা-সাতক্ষীরা অঞ্চলে জরুরী পানি নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোর-খুলনা-সাতক্ষীরা অঞ্চলে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে জরুরী পানি নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে তালায় উত্তরণ সংস্থার প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার এস কে মোঃ রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জহিরুল ইসলাম, কেশবপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইউসুফ মিয়া, তালা উপজেলা বিএনপি'র সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মালেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, আটলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এম এ সালাম প্রমূখ।

মতবিনিময় সভায় যশোর-খুলনা-সাতক্ষীরা অঞ্চলে জরুরী পানি নিষ্কাশনের জন্য আপদকালীন বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে পোলি পড়ে ভরাট হয়ে যাওয়া সুইসগ্রেট থেকে পোলি অপসারণ করা, নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনা, খালগুলো থেকে পাটা অপসারণ উল্লেখযোগ্য।

Post a Comment

0Comments
Post a Comment (0)