পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয় চত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন , শামসুল আলম বুলবুল, আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।