কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন-এর এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর-২৪) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান-এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ- এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ও জয়দেব চক্রবর্তী, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, সদস্য দিলীপ মোদক, রুহুল কুদ্দুস প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ- সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ সামছুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সদস্য মেহেদি হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য শাহীনুর রহমান, শেখ শাহীনুল ইসলাম, তাইফুর রহমান, আব্দুল মোমিন, আব্দুর রহমান, রাবেয়া ইকবাল, সুশান্ত মল্লিক, রুহুল আমিন খান, আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।

 প্রধান অতিথি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)