পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আল-হাদিদ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ করা হয়েছে। দীর্ঘদিন যাবত এ সংগঠন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
বুধবার (৬ নভেম্বর-২৪) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর-মধ্যকুল এলাকার গুরুত্বপূর্ণ ব্যাস্ততম সড়ক বন্যা পরবর্তী সংস্কার কাজ করে এই স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন যাবৎ সড়কটি বেহাল দশায় পরিনত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী-সহ হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। জনদূর্ভোগের কথা চিন্তা করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সড়কটিকে সম্পূর্ণ মেরামত করে মানুষ চলাচল উপযোগী করে দেয়।এসময় উপস্থিত ছিলেন, আল-হাদিদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সুমাইয়া খাতুন, সভাপতি হুসাইন মোহাম্মদ ইমরান, সেক্রেটারি আবু হুরায়রা, সমাজ সেবা সম্পাদক মেহেদী হাসান এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের সভাপতি হুসাইন মোহাম্মদ ইমরান বলেন, এলাকাবাসীর সহযোগিতা পেলে আমারা আরও সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাব।