পরেশ দেবনাথ, কেশবপুর, য়শোর, দৈনিক সারা দুনিয়া।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেশবপুর উপজেলা
শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা
শুক্রবার (২৯ নভেম্বর২৪) কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন ফ্রণ্টের নেতা শিক্ষক মোহন দেবনাথের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য দেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
আরও বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন ফ্রণ্টের উৎপল দে, প্রধান শিক্ষক সু-প্রভাত বসু, যুগোল কিশোর গোস্বামী, প্রভাষক প্রণব চক্রবর্তী, শিক্ষক দীপংকর দত্ত, স্যামুয়েল দাস, সজীব তরফদার বাপ্পা, ফনিভূষণ মন্ডল, শিক্ষক প্রকাশ দত্ত, নিত্যানন্দ দাস প্রমূখ।