কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার উন্নয়নে সিএসওদের সেমিনার অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার উন্নয়নে সিএসওদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে প্রান্তিক জনগোষ্ঠির নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

সোমবার (৪ নভেম্বর-২৪) কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল-এর সভাপতিত্বে ও হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান-এর সঞ্চালনায় রিই’ব এর আয়োজনে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় ওই সেমিনারে নারী, কিশোরি ও প্রান্তিক মানুষদের মানিবাধকার বিষয়ে বক্তব্য রাখেন, হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। তিনি রিইব ও প্রকল্প পরিচিতি হোপ প্রকল্পের মানবাধিকার সুরক্ষা দলের কার্যাবলী তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিএসসি কমিটির যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিএসও কমিটির সদস্য এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদের সভাপতি ও সিএসও কমিটির সদস্য সুজন কুমার দাস, সিএসও কমিটির সদস্য দিলীপ কুমার দাস, সুফিয়া খাতুন শিখা, সিরাজুল ইসলাম, শাহনাজ পারভীন, শরিফা খাতুন, ঋতুপর্ণা দাস, মিলন মন্ডল, দীপক দাস, ময়না দাস, মাসুদ হাসান, অর্চনা দাস, আশালতা দাস, প্রদীপ কুমার মোদক, শহিদুল ইসলাম প্রমূখ। সভায় সাংবাদিক, সমাজসেবক, শিক্ষক, আইনজীবী, দলিত প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)