ষ্টাপ রিপোর্টার , দৈনিক সারা দুনিয়া।
তিন সহোদরের বিরুদ্ধে তাদের ছোট ভাই আশরাফুল আলম সজীবকে পিটিয়ে ও শ্বাসরোদ্ধ করে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে । বসত বাড়ি দখল কেন্দ্র করে সজীব ও তার স্ত্রী শারমিনের উপর দফায় দফায় মারপিট ও বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছে বলে জানায় ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শিরা।
গাজীপুর জেলার কাশিমপুর থানার নবী টেক্সটাইল এলাকায় এঘটনা ঘটে। আহত স্ত্রী শারমিন ও মুমুষু সবুজ কে তার স্বশুর বাড়ির লোকজন সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
তথ্য অনুসন্ধানে জানা যায় কাশিমপুর নবী টেক্ষটাইল এলাকার চার সন্তানের জনক সফর উদ্দিন, ছোট ছেলে আশরাফুল আলম সজিবকে কিছু জমি লিখে দেন। এতে প্রতিহিংসায় জ্বলে উঠে অন্য তিন ছেলে। তারা পিতাকে ফুসলিয়ে ওই জমি ফেরৎ নিতে চাপ দেয়। ফেরৎ না দেয়ায় সজিব ও তার স্ত্রীর উপর মাঝে মধ্যেই হামলা নির্যাতন চালায় । সজিবের একমাত্র বাসস্থান ওই জমিতে ১৪৫ ধারা জারির আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার তিনভাই আসাদুজ্জামান শাকিল,আক্তারুজ্জামান সাব্বির, আনোয়ারুল কবির সেলিম ও পিতা সফর উদ্দিন জোর দখল করতে যায়। এতে বাধা দিলে সজীবের স্ত্রী শারমিনকে পিটিয়ে আহত করে তারা। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার শেষে গত মঙ্গলবার বাড়ি ফিরে।
ওইদিন বিকেলেই সন্ত্রাসী কায়দায় ফের হামলা চালায় প্রতিপক্ষরা। চারজনে মিলে সজীবকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে স্ত্রী শারমিনকেও চুল ধরে টানাহেচলা করে পিটুনী দেয়। এতে তার কোলের শিশুসহ শারমিন ও তার স্বামী সজীব মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ব্যবস্থা করেন। আহত সজীব বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার ঘর ও দোকানপাট সন্ত্রাসী কায়দায় একাধিকবার জোর দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। বারবার হামলা ও পিটুনীর শিকার হচ্ছি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জানতে প্রতিপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো,সাইফুল ইসলাম জানান, বিষয়টি অবগত হয়ে তখনই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।