মো: আবুবকর সিদ্দিক,স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) দখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। বিপাকে পড়ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
ভুক্তভোগীরা জানায়, হাসপাতালে চিকিৎসার সেবা নিতে আসলে,চিকিৎসকের রুম থেকে বের হতে না হতেই রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি আর ছবি তোলা শুরু করেন তারা। কোনরকম অনুমতি না নিয়েই হাত থেকে কেড়ে নেন রোগীর ব্যবস্থাপত্র।
হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ, রোগীর প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলা বিষয়ে নিয়ম নীতি থাকলে ও এ বিষয়টিকে কোনভাবে কর্ণপাত করছেন না অনেকেই।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগীরা জানায়, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসলে ঔষধ কোম্পানির লোকজন এসে প্রেসক্রিপশনের ছবি তুলে নেন। এতে আমরা বিব্রতবোধ করি।
সরকারি হাসপাতালে বর্হি-বিভাগে ডাক্তার দেখাতে প্রতিদিন ছুটে আসেন শত শত রোগী । কিন্তু রোগী দেখার সময় ওই ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের রুমে ঢুকে তাদের কোম্পানির ঔষধ সম্পর্কে লেকচার দিয়ে সময় নষ্ট করেন। আর এদিকে অসহায় রোগী ও তাদের স্বজনরা বাইরে ঠায় দাঁড়িয়ে থাকেন সিরিয়ালের জন্য।
তথ্য অনুসন্ধানে জানা যায় হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সকাল থেকে ভিড় করে প্রতিটি বিভাগের ডাক্তারদের রুমের সামনে আর হাসপাতালের গেটে। পদোন্নতি ও চাকুরি বাঁচানোর জন্য দিনের পর দিন তারা এহেন কর্মকান্ড করেই চলেছেন।
পদোন্নতি ও ঔষধ কোম্পানির টার্গেট পূরণ করতেই রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে নিশ্চিত হতে হয় ডাক্তার কোন কোম্পানির ঔষধ লিখেছেন । কিছু ডাক্তারদের প্রতিমাসে কোম্পানি থেকে উপঢৌকন দেওয়া হয়। যে ডাক্তার যত বেশি ঔষধ লেখেন, তাদেরকে তত বেশি উপঢৌকন দেওয়া হয়।
এ বিষয়ে দায়িত্বরত সাটুরিয়া উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ মনিরুজ্জামান জানান
সপ্তাহে দুই দিন নিদিষ্ট সময়ের মধ্যে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তার ভিজিট করার সুযোগ দেওয়া হয়েছে।
কোন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে ছবি তোলার সুযোগ নেই। তাছাড়া তারা সপ্তাহে রবিবার ও নির্ধারিত সময় ব্যতীত ডাক্তার ভিজিট করতে পারবেন না। আমরা বারবার এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি। এরপরও যদি তারা না শোনে তবে অবশ্যই তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।