পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর পৌর পার্ক উন্নয়নে নেদারল্যান্ডের প্রতিনিধি দল পৌরসভার নাগরিকদের সাথে সোমবার (২৫ নভেম্বর-২৪) মতবিনিময় করেছেন। মতবিনিময় পূর্বে প্রতিনিধি দল নির্মানাধীন পৌর পার্ক পরিদর্শন করেন।সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ জাকির হোসেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি খায়রুল প্রমুখ।