মানিকগঞ্জের সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আ'গুন!

স্টাফ রিপোর্টার
0

 


মো: আবুবকর সিদ্দিক , স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।


 মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর-হরগজ মোড় এলাকায় মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামে একটি মিনি তেলের পাম্পে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটে ।

শনিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে

মানিকগঞ্জ ও সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় তেলের পাম্প কয়েকটি ঘর ও পাম্পের পাশে থাকা একটি পোল্টি ফার্ম পুরে ছাই হয়ে যায়।

এ ঘটনায় পাম্পের মালিক মোখছেদ এর ভাতিজা আহত আতাউর রহমানকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনের ঘটনায় স্হানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানায় মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামে মিনি তেলের পাম্পে, গত বছর শীতের মধ্যে একইভাবে আগুনের ঘটনা ঘটেছিল, সে সময় জান মালের ব্যাপক ক্ষতি হয়েছিল।

সরকারি নিয়মের বাহিরে তারা মিনি তেলের পাম্প স্হাপন করে,তাদের তেমন কোন প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। মালিক পক্ষকে একাধিকবার তেলের পাম্প স্হাপনের নিষেধ করার পরও তারা ক্ষমতার দাপটে পুনরায় স্হাপন করে। ভবিষ্যতে যেন গন বসতির মধ্যে অবৈধ তেলের পাম্প আর স্হাপন না করে। সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সাকির্টের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে।

ক্ষয়-ক্ষতির পরিমান সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। তবে ভুক্তভোগীরা জানায়,অগ্নীকান্ডের ঘটনায় তেলে পাম্পে ৩৫ লক্ষ ও মুরগীর ফার্মে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)