মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার,দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় নূরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয় । সাটুরিয়া উপজেলা ক্রীড়া চক্রের উদ্যোগে শুক্রবার বিকেলে সাটুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সভাপতি, আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাটুরিয়া উপজেলা শ্রমিক দল ও সাটুরিয়া ক্রীড়া চক্রের সভাপতি মো: মিজানুর রহমান।
এ সময় সাটুরিয়া উপজেলা বি,এন,পির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপল্প, সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো মহসিন উজ্জামান,সাটুরিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক মো: আমির হামজা, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি বরকত মল্লিক,বিশিষ্ট ব্যবসায়ী মো: আমিরুল ইসলাম, স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মো: ফরিদ হোসেন , যুবদলের সাবেক সভাপতি শওকত হোসেন, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ উপজেলা বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার দর্শনার্থীরা নূরুল হক স্মৃতি ফুটবল খেলা উপভোগ করেন।