এপেক্স ক্লাব অব নড়াইলের এ জি এম অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


এপেক্স ক্লাব অব নড়াইলের ২০২৫ সালের কমিটি গঠন উপলক্ষে সোমবার (১১ নভেম্বর-২৪) সন্ধ্যায় যশোর ফুড গার্ডেন, লালদীঘির পাড়ে এ জি এম অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ কাসেম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা গভর্নর এপেক্সিয়ান সহ-অধ্যাপক এম আব্দুল গণি। 

বক্তব্য রাখেন, এজিএম কমিটির চেয়ারম্যান ও যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এম. আব্দুর রহীম, যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান এ্যাড. আবুল কায়েস, নির্বাচন কমিশনার এপে. জসিম উদ্দিন খান, নির্বাচন অবজারভার পিডিজি সহ-অধ্যাপক এপে. মোঃ আসাদুজ্জামান শাহীন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, পিডিজি এপে. সহ-অধ্যাপক আসাদুজ্জামান ফিরোজ, জেলা সেক্রেটারি পিপি হারুনুর রশিদ এবং বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- প্রেসিডেন্ট সহ-অধ্যাপক নির্মল কুমার বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ-অধ্যাপক গোপিকান্ত সরকার, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ- অধ্যাপক পল্লব কুমার সোম, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপে. এম আবুল কাসেম, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. এম মোজাম্মেল হক চৌধুরী, ট্রেজারার এপে কামরুজ্জামান জামান বিপ্লব, সার্ভিস ডিরেক্টর এপে হারুনুর রশীদ, মেম্বরশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে সহ-অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, এফপিআর ডিরেক্টর এপে সহ-অধ্যাপক মোঃ শহীদুল আলম, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে প্রফেসর ড. এম আব্দুর রহীম ও সার্জেন্ট এ্যট আর্মস্ এপে ফারহানা রহমান পলি।

নির্বাচন শেষে অতিথিবর্গকে ও নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও পুরষ্কারে ভূষিত করা হয়। ফটোসেশন ও ডিনারপার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা দেওয়া হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)