পরেশ দেবনাথ,কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়ছে। কেশবপুরে নারীবাদী মহিলা সংস্থা ভগ্নী নিবেদিতা মঞ্চের উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ওই গবাদি পশু বিতরণ করা হয়।
বুধবার (৩০ অক্টোবর-২৪) কেশবপুর ভগ্নী নিবেদিতা মঞ্চ (বিএনএম)-এর নির্বাহী পরিচালক অনিমা রায়ের সভাপতিত্বে এবং উপকারভোগী সুর্বনা শিকদারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিষ্টার গৌতম কুমার দে। বালিয়াডাঙ্গা গ্রামের ৫ জন অসহায় ও হতদরিদ্র নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এ সময় বিনা মূল্যে গরু ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বালিয়াডাঙ্গা গ্রামের হতদরিদ্র ওই মহিলারা এই দুর্দিনে বিনা মূল্যে গরুসহ বিভিন্ন উপকরণ পেয়ে দারুন খুশি।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ।