কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবীতে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের

দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর-২৪) নির্বাহী অফিসার কেশবপুর, যশোর-এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারক লিপিতে বলা হয়েছে, যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মনিরামপুর উপজেলার মধ্যে অবস্থিত ২৭ বিল। এ বিলের চার পার্শ্বে ৬টি ইউনিয়নের ৬৮ টি গ্রাম রয়েছে। এ বিলে ধানী জমির পরিমান ৮ (আট) হাজার হেক্টর। প্রায় ৩ (তিন) যুগ যাবৎ এ নিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে স্থায়ীরূপ লাভ করেছে। গত বছরও এ বিলে ৮০% ভাগ এলাকার বোরো আবাদ হয়নি। এখন জলাবদ্ধতা ভয়াবহ রূপ লাভ করেছে। মানুষের বসত বাড়িতে পানি, রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। মানুষের বাড়িঘর ছাড়তে হচ্ছে। বিভিন্ন ধরণের পানি বাহিত রোগ দেখা দিচেছ। কেউ মৃত্যুবরণ করলে অন্যত্র শব দাহ করতে হচ্ছে। ফলজ ও বনজ বৃক্ষদি মারা যাচ্ছে। গবাদিপশু খাদ্য সংকট তো আছেই, তা এ জলাবদ্ধতার কারণে জীবন জীবিকা ও কর্ম সংস্থান, অর্থনীতি, শিক্ষা, খাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় পানি নিষ্কাশন করা অত্যান্ত জরুরী। এ ব্যাপারে জলাবদ্ধতা সমস্যা সমাধানে নিম্নোক্ত দাবী-দাবা বাস্তবায়নের জোর দাবী জানিয়েছেন কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসন কমিটির পক্ষে বাবুরালী গোলদার।

দাবীগুলো হলো, শ্রী/ হরি নদী জরুরী ভিত্তিতে খনন ও পানি পাম্প আউট করে অতি দ্রুত বসত বাড়ির পানি নামিয়ে দেয়া ও আগামীতে বোরো আবাদ উপযোগী করে দেয়া, স্থায়ী সমাধানের লক্ষে বিল কপালিয়ায় টি.আর.এম প্রকল্প আগামী মাঘী পূর্ণিমার আগে বাস্তবায়ন করতে হবে ও সহজ শর্তে জমির মালিকদের ক্ষতি পূরণ দিতে হবে, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জন সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে, সকল নদী ও খাল দখল মুক্ত করতে হবে, সমস্যা সমাধানে লোকজ জ্ঞানের গুরুত্ব দিতে হবে। এসময় আবেদনকারী কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসন কমিটির আহবায়ক রবাবুর আলী গোলদার, যুগ্ম-আহবায়ক সনজিৎ বিশ্বাস, সদস্য আব্দুল গফফারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবীতে স্মারকলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের সাথে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। খুব তাড়াতাড়িই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।


Post a Comment

0Comments
Post a Comment (0)