কেশবপুরে গাঁজাসহ মাদক সম্রাট রুহুল গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

 


পরেশ দেবনাথ, যশোর জেলা প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে গাঁজাসহ মাদক সম্রাট রুহুল গ্রেফতার হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৫৭) কে ১০৫ গ্রাম গাঁজাসহ কেশবপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (১৯ অক্টোবর-২৪) রাতে উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম-এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১০৫ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করে। রুহুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গাঁজাসহ মাদক সম্রাট রুহুল কে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে রবিবার (২০ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

তিনি জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)