মো: আবুবকর সিদ্দিক ,স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সোমবার সাটুরিয়া প্রেসক্লাব চত্বরে দুপুরে মানববন্ধন করা হয়। সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।
এ সময় ম্যাটস্ শিক্ষার্থীরা অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারী/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন চায়, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১বছর ইন্টার্নশীপ, প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে বোর্ড, আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগের দাবি জানান।