কেশবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


”কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্য শিশু দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। 

র‍্যালিটি কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে যেয়ে শেষ হয়।

কন্যা শিশু সামিয়া নেওয়াজের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাকক্ষে এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার নাছিমা খাতুন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। আরো বক্তব্য রাখেন কন্যা শিশু মায়মুনা খাতুন ও সাওদা নেওয়াজ।

Post a Comment

0Comments
Post a Comment (0)