কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


"প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অংগীকার" এই

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হলো রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে শিশু অধিকার সপ্তাহ-২০২৪ এবং পালিত হলো বিশ্ব শিশু দিবস। 

কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। শিশু শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সহকারি অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর কবীর মিন্টু, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা, চারুপীঠ একাডেমির পরিচালক সাংবাদিক উৎপল দে, সাংবাদিক রাজীব চৌধুরী ও কেশবপুর শিশু একাডেমির প্রশিক্ষক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিশু বক্তা নাজমুল হাসান, বুশরা ইবনাত, ঈশান মন্ডল, সুমাইয়া আক্তার, দীপান্বিতা মিত্র প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা শিশু একাডেমী, চারুপীঠ একাডেমী ও মধুসূদন সংগিতালয়ের শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Post a Comment

0Comments
Post a Comment (0)