পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন এর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে বুধবার (৪ সেপ্টেম্বর-২৪) মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে ৮.৩০ ঘটিকায় শ্রদ্ধা নিবেদন, সকাল ৯.০০ ঘটিকায় মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতিস্তম্বে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরির সভাপতিত্বে আলোচনা করেন, নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের যুগ্ম-আহ্বায়ক পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক মছিহুর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম রেজা, সহকারী শিক্ষক অশোক মণ্ডল, জি,এম নুরুল ইসলাম, প্রয়াত নিজাম উদ্দিনের ছেলে এস,এম রবিউল আলম। অনুষ্ঠানে দোয়া পাঠ করান মাওলানা রেজাউল করিম। কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।