কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি'র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় সকল আহত ও নিহতদের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে কেশবপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের টাইগার পয়েন্টে সংগঠনের কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুর এর সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কবি ও সাহিত্যিক শেখ মিজানুর রহমান মায়া, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মিলন হোসেন, সাংবাদিক আব্দুল করিম, প্রেসক্লাব কেশবপুর এর দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, নার্গিস পারভিন প্রমূখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।

Post a Comment

0Comments
Post a Comment (0)