সাটুরিয়ায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।

স্টাফ রিপোর্টার
0

 


 ষ্টাপ রিপোর্টার,সাটুরিয়া-মানিকগঞ্জ,দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়।  প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা।


 বিভিন্ন মন্ডপে  খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ।


সাটুরিয়া উপজেলা বি,এনপির,সভাপতি মো: আব্দুল কুদ্দুস খান মজলিস  মাখন, সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার শারদীয় দূর্গা পূজা উপলক্ষে 

বি,এন,পির দলীয় নেতাকর্মীদের  প্রশাসনের পাশাপাশি পূজা মন্ডপে নিরাপত্তা দায়িত্বে থাকার পরামর্শ দেন। 



সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুল ইসলাম জানান উপজেলায় এ বছর ৭৪ টি পুজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শারদীয়  দূর্গা পূজা উপলক্ষে সাটুরিয়ায় সুষ্ঠুভাবে পরিচালনা ও আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)