পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া বর্তমান অবৈধ প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষাথীরা।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, দূর্নীতি আর অনিয়ম,শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ নানাবিধ অভিযোগে রয়েছে। একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয় রূপান্তরিত করেছে এই প্রধান শিক্ষক। নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে নির্দিষ্ট ব্যাক্তিকে সভাপতি বানানোর জন্যে সাতবার এডহক কমিটি গঠন করেছেন। তাছাড়া প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে ৬/৭বার বিভিন্ন লোকের দিয়ে মামলা করানোর অভিযোগ রয়েছে।
সোমবার (২সেপ্টেম্বর-২৪) দুপুর ১২টায় সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের একদফা দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা।
এসময় অভিযোগ করে তারা বলে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ, জালিয়াতির মাধ্যমে আওয়ামী প্রভাব খাটিয়ে ঘুষ ও দূর্নীতি এর মাধ্যমে নিয়োগ বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেও নিয়োগ নিয়েছেন শ্যামল কুমার চৌধুরীকে।