পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিনা মূল্যে ৯টি ভ্যান গাড়ি বিতরণ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ/সোহেল পারভেজ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে ৯টি  (পায়ে চালিত) ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে পাঁজিয়া বাজার রুপালী ব্যাংকের নীচতলায় প্রতিষ্ঠানের হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই ভ্যানগাড়ী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক বাবুর আলী গোলদার। 

শনিবার (৩১ আগস্ট) দুপুরে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল-এর সভাপতিত্বে ও পরিচালক বাবুর আলী গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ শিশু একাডেমি, কেশবপুরের সংগীত বিভাগের প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান,পাঁজিয়া ইউপি সদস্য রেজাউল ইসলাম,  প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, যশোর জজকোর্ট আইনজীবী সহকারী ইউনুস আলী, সমাধান এনজিও কর্মী ও সাংবাদিক সিদ্দিকুর রহমান, গড়ভাঙ্গা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোসলেম উদ্দিন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য আব্দুল গফফার প্রমুখ। 

অনুষ্ঠানে পাঁজিয়া ইউনিয়নের ৯ জন প্রান্তিক জনগোষ্ঠী হাতে (পায়ে চালিত) ভ্যান গাড়ী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 

উপকারভোগীরা হলেন, মাদারডাঙ্গা গ্রামের আরাধন দাস, রবিউল ইসলাম ও বিশ্ব বিশ্বাস, পাঁজিয়া গ্রামের মোমজেদ হোসেন, কামরুল ইসলাম ও রবিউল মোড়ল, সাগরদত্তকাটি গ্রামের শামছুর গাজী, রমেশ বৈরাগী ও দেব্রত মণ্ডল।

উপকাভোগী আরাধন দাস বলেন, "আমি আজ ভ্যান গাড়ি পেয়ে খুবই উপকৃত হলাম। এই উপকারের কথা কখনো ভুলবো না। সংস্থার পরিচালক বাবুর আলী ভায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।" 

পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদারের অর্জন সমূহ সংক্ষেপে জানতে চাইলে তিনি বলেন, ইতোপূর্বেও আমার সংস্থার পক্ষ থেকে ২৮ টি ভ্যান গাড়ি দিয়েছি।

* মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে অবদান রাখায় ১৯৯৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পুরস্কার প্রাপ্ত।

* ২০১১ সাল ০৫ জুন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে পুরস্কার প্রাপ্ত।

* ২০১১ সাল ২৬ জুন আমাকে গণসংবর্ধনা দেয়া  গণ সংবর্ধনা কমিটি কর্তৃক। যেখানে খান মোহাম্মদ রেজাউন নবী সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এলাকার কয়েক শত মানুষ উপস্থিত হয়ে আমাকে সংবর্ধনা দেন।

* ২০১৬ সাল ০২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবনী কাজে বিশেষ অবদান রাখায় আমাকে ৬৩ জেলার মধ্য থেকে প্রথম স্থান অধিকার করায় পুরস্কৃত হই তিন জনের মধ্যে।

* এছাড়াও সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় ভারত বাংলাদেশ যৌথ পুরস্কার।

* ঝিকরগাছা সাহিত্য পরিষদ কর্তৃক  প্রাবন্ধিক ও সংগঠক হিসেবে পুরস্কার লাভ। 

* কপোতাক্ষ সাহিত্য পরিষদ কর্তৃক বাঁকড়ার আলো সৃজনশীল সাহিত্য পত্রিকার শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসাবে পুরস্কারপ্রাপ্ত।

* আমার পিতা প্রায়ত ইয়াকুব আলী গোলদার কে গর্বিত পিতা হিসাবে সমাধান এনজিও সংস্থা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পুরস্কার প্রদান করেন। এ ছাড়াও অনেক পুরস্কার ও স্বীকৃতি রয়েছে।


Post a Comment

0Comments
Post a Comment (0)