কুষ্টিয়ার ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে কুষ্টিয়া ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপ (YPAG) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ছাত্র সমাজ তথা যুবদের সঠিক নেতৃত্বে বিজয় ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ২২ আগষ্ট (বৃহস্পতিবার-২৪) ধোয়া রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় কুষ্টিয়া ওয়াইপিএজির কোঅর্ডিনেটর জনাব সাদিক হাসান রহিদ-এর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিএফজি কোঅর্ডিনেটর অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, পিস এ্যাম্বাসেডর মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান বাদশা, সুজনের জেলা সভাপতি অধ্যাপক আবু হেনা মুহাঃ গোলাম রসুল বাবলু, বিএনপি'র জয়েন্ট সেক্রেটারি জনাব মিরাজুল ইসলাম রেন্টু। আরও উপস্থিত ছিলেন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর অন্যান্য সদস্যগণ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ। মূল বক্তব্য ও পরবর্তি করনিয় বিষয়ে আলোচনা করেন, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস, এম, রাজু জবেদ। এরপর ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার অগ্রগতি তুলে ধরেন এবং আগামীতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কাজ করার জন্য মত প্রকাশ করেন। বিশেষ করে ওয়াইপিএজির কোঅর্ডিনেটর এবং সদস্যবৃন্দ আন্দোলনে গৃহিত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন এবং পরবর্তিতে করনিয় বিষয়সমূহের ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)