পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। কেশবপুরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহযোগিতায় ওই ছাগল বিতরণ হয়েছে।
রোববার (৪ আগস্ট-২৪) সকালে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে ২জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১টি করে ছাগল দেওয়া হয়।
মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সভাপতি আব্দুস সবুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রধান আলোচক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী রুবেল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহ-সভাপতি শিল্পী বেগম, সাংগঠনিক সম্পাদক আলমাস আহমেদ ইভান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য রাশেদুল, প্রতিবন্ধী সুমাইয়া খাতুন, রহিদুজ্জামান নিশান, আহাদ আলী, মনজিলা, মৌসুমি, সবুজ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী অনেকের মধ্যে সকলের সামনে লটারির মাধ্যমে ২ জন সদস্যকে ওই ছাগল প্রদান করা হয়েছে। সৌভাগ্যবান প্রতিবন্ধী সদস্যরা হলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সদস্য প্রতিবন্ধী সুমাইয়া খাতুন ও রহিদুজ্জামান নিশান।