পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের আয়োজনে মানিকগঞ্জে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার
0

 


ষ্টাপ রিপোর্টার মো: আবুবকর সিদ্দিক, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ" স্লোগানকে প্রতিপাদ্য করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পিএফজি’র সদস্যবৃন্দ।

 ১০ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পিএফজি মানিকগঞ্জ এর সমন্বয়ক মোঃ ইকবাল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পিএফজি’র অ্যাম্বাসেডর অ্যাড. হাসান সাঈদ, মানিকগঞ্জ সদর উপজেলা জাসদের সভাপতি পিএফ জি সদস্য সালাম আহমেদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার, জেলা মহিলা আ'লীগের সহ-সভাপতি ও পিএফজি’র অ্যাম্বাসেডর কাজী শিউলি, জাতীয়তাবাদী ওলামাদল জেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজি’র সদস্য মোঃ আমিনুল ইসলাম, ন্যাপ এর জেলা সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য লুৎফর রহমান ইলিচ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও ওয়াইপিএজি’র সদস্য মোঃ মাসুদ রানা, জেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়ক জেসিকা সেখ জেবা প্রমুখ। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র অন্যতম সদস্য মোঃ আক্তার হোসেন মিলন। মানববন্ধন কর্মসূচীতে সম্পৃক্ত হন স্থানীয় জনগন।

মানববন্ধন কর্মসূচির শুরুতে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তির সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করাসহ ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য উপজেলাবাসীকে সর্বদা সজাগ থেকে এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

পিএফজি মানিকগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ ইকবাল খান তার বক্তব্যে বলেন, আমরা  আর কোন মৃত্যু চাই না,  নৈরাজ্য চাই না , রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস চাই না, আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ চাই।


Post a Comment

0Comments
Post a Comment (0)