পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে নিরাপদ প্রানীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা বিষয়ে সেমিনার এবং মৎস্য বিষয়ে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার পরিমল চন্দ্র পাল, মেরিন ফিশারিজ অফিসার অর্পিতা বিশ্বাস প্রমুখ।
উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য বিষয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।