কেশবপুরে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে সুজনের মানববন্ধ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"এই স্লোগান নিয়ে শনিবার (২৪ আগষ্ট-২৪) সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিজিএফ) ও ওয়াইপিএজি এর কেশবপুর শাখার আয়োজনে পৌরশহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সুজন-সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা শাখার সভাপতি হাজী রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মুনসুর আলীর (মুনসুর আযাদ) সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি এবং সুজনের প্রচার সম্পাদক শামীম আখতার মুকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুজনের  উপদেষ্টা ও পাঁজিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি সমাজসেবক বাবর আলি গোলদার, ওয়ার্ডের নির্বাহী পরিচালক ও খেলাঘর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দলিত নেতা উজ্জ্বল কুমার দাস, সুজনের সদস্য নাজমা বেগম, শিক্ষিকা নুরুন নাহার নুরি প্রমুখ। 

Post a Comment

0Comments
Post a Comment (0)