কেশবপুরে "শেকড়ের সন্ধানে"র আয়োজনে সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে" আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, আলোচনা ও মতবিনিময় সভা এবং  শেকড়ের সন্ধানে'র পক্ষথেকে বন্যা, শিক্ষাবৃত্তি ও বেশ কিছু সাংগঠনিক বিষয় বাস্তবায়ণের জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। 

শনিবার (২৪আগষ্ট-২৪) বিকেলে কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে কবি ও শিক্ষক মোঃ আব্দুল কাদের'র সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া। 

বিশেষ অতিথির আলোচনা করেন শেকড়ের সন্ধানে'র উপদেষ্টা ও"পি টি এফ"-এর চেয়ারম্যান জনাব এ.কে.আজাদ (ইকতিয়ার) ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ও কথাসাহিত্যিক দিলারা বিউটি।

মতবিনিময়, ছড়া, কবিতা, গল্প ও আলোচনা করেন কবি আলী আহম্মদ, কবি আব্দুল হাই হাদি, কবি আব্দুস সালাম মুর্শেদী, কবি মনিরুজ্জামান, আবু মুছা নূর হোসেন বাঁধন, আশিকুজ্জামান সজীব, সালেহা খাতুনসহ আরো অনেকে ।

অনুষ্ঠানে শেকড়ের সন্ধানে'র ছাত্র পরিষদের পক্ষথেকে  সবার মাঝে মিষ্টি বিতরণ ও বিভিন্ন কবি-লেখকদের সদ্য প্রকাশিত গ্রন্থের কপি একে-অপরের মাঝে বিতরণ করায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আনিছুর রহমান ও রুহুল আমীন।

Post a Comment

0Comments
Post a Comment (0)