পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কেশবপুর উপজেলা প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের হলরুমে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ রাইটস অফ দলিত প্রকল্পের আয়োজনে সোমবার (১৭ আগস্ট) বিকালে সম্পন্ন হয়।
দুই দিনব্যাপী দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন রাইটস অফ দলিতদের ফোকাল পারসন উত্তম কুমার দাস, প্রকল্প কর্মকর্তা আনজু মান আরা, এডমিন অফিসার প্রতাপ কুমার দাস ও মবিলাইজার নিকোলাস মিস্ত্রি। দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় দুই দিনের প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটির লিডার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।