পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব-১৭-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (৩১ জুলাই-২৪) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ত্রিমোহিনী ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে সদর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
উক্ত খেলায় উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)। পাশাপাশি এ টুর্নামেন্টের প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়দের মধ্যে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল প্রমূখ। পাশাপাশি এ টুর্নামেন্টের প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়দের মধ্যে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে।
ফাইনাল খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজারো দর্শকের ছিল উপচেপড়া ভিড়।