কেশবপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


"ভরবো মাছ মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহিত কার্যক্রম বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কেশবপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

 মতবিনিময় সভায় মাছ চাষে সফলতা পেতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পরিমল চন্দ্র পাল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রেসক্লাব কেশবপুরের দপ্তর সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।  

এ সময় উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা অর্পিতা বিশ্বাস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হাসান নাঈম, প্রেসক্লাব কেশবপুরের সহ-সভাপতি পরেশ দেবনাথ, সাংবাদিক কামরুজ্জামান রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।   

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে। কেশবপুর উপজেলায় ছোট-বড় ৪ হাজর ৬'শ ৫৬ টি মাছের ঘের আছে। এ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।  

এ উপজেলায় পর্যাপ্ত পরিমানে মাছের ঘের থাকায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে কেশবপুর উপজেলায় একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়ার জোর দাবী জানান উপস্থিত বক্তারা।

Post a Comment

0Comments
Post a Comment (0)