পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
‘গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে গ্রামীণ ব্যাংকের আয়োজনে ২০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখা ব্যাবস্থাপক আব্দুল খালেক হাওলাদারের সভাপতিত্বে মঙ্গলবার (৯ জুলাই-২৪) সকালে প্রধান অতিথি হিসাবে ২০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্য উদ্বোধন করেন, গ্রামীণ ব্যাংকের এ্যারিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখার সেকেন্ড অফিসার ফয়েজ উদ্দীন, অফিসার রফিকুজ্জামান, আব্দুল আলিম, শিবানন্দ পাল, দেবদাস মন্ডল, বিপ্লব মল্লিক, এস এম আলমগীর প্রমুখ।
গ্রামীণ ব্যাংকের এ্যারিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধনকালে বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার।