কেশবপুরে ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে ১৫০ জন কৃষকের মাঝে কৃষি 

প্রণোদনা প্রদান করা হয়েছে। তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে তুলা বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়। তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে পৌর শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ঐসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই-২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম, উপজেলা কটন ইউনিট অফিসার শেখ কহিনূর ইসলাম, শিক্ষক মোল্যা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষকের মাঝে ৮০০ গ্রাম করে হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি পটাশ, ডিএপি ৫০ কেজি এবং বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয়। বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকেরা মাঝে আনন্দের সঞ্চার ঘটে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)