পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি হিসাবে ১৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।
সোমবার (১৫ জুলাই-২৪) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানের আয়োজনে সংস্থার কার্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওই শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।
সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও সমাধানের সিনিয়র ম্যানেজার মুনছুর আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার উপ-পরিচালক শফিউল ইসলাম, শাহাদাৎ হোসেন, আবু জাফর মাতুব্বর প্রমুখ। শিক্ষাবৃত্তির চেক পেয়ে শিক্ষার্থীরা দারুণ খুশি হয়েছে।