পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলায় সরকারি টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামের বসু পাড়ায়। এবিষয়ে গৃহবধূর স্বামী কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, এলাকার প্রতিবেশী ও মহল্লার লোকজনের আর্সেনিকমুক্ত পানির জন্য সঞ্জিব বসু বাবুজি বাড়ির পাশে সরকারি জায়গায় ১০ থেকে ১৫ বছর পূর্বে রাস্তার ধারে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়। মহল্লার লোকজন অত্র ডিপ টিউবওয়েলে পানি আনতে গেলে সঞ্জিব বসু বাবুজি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে পানি নিতে নিষেধ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
বৃহস্পতিবার (৪ জুলাই-২৪) দুপুর ২ টার সময়ে বাদীর স্ত্রী অত্র ডিপ টিউবওয়েলে পানি আনতে গেলে বিবাদী সঞ্জিব বসু বাবুজি দেখতে পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাদীর স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে একপর্যায়ে সঞ্জিব বসু বাবুজি তার স্ত্রীকে চড়, থাপ্পড়, কিল ও ঘুসি মেরে গলা ধরে স্বজোরে ধাক্কা দিয়ে কলপাড়ে ফেলে দেয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়। ওই সময়ে স্ত্রীর ডাক চিৎকারে স্বামী গোপাল রায় এগিয়ে আসলে বিবাদী তাকেও লাঠিসোটা দিয়ে মারপিট করার জন্য উদ্যত হলে প্রতিবেশীরা ছুটে এসে ঠেকিয়ে দেয় ও বিবাদী বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।
ঘটনাটি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে মীমাংসা চেষ্টা করলে সমসাময়িক বন্ধ থাকার পরেও পরবর্তীতে আবার তিনি মরিয়া হয়ে উঠেন। উল্লেখিত বিষয়ে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদী গোপাল রায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত সঞ্জিব বসু বাবুজি বলেন, সরকারি টিউবওয়েলেট জল নিতে আমি কখনো বাঁধা দেয়নি, তার গায়ে হাতও দেয়নি।
কেশবপুর থানার পাঁজিয়া বিট অফিসার ঘটনা তদন্তকারী উপপরিদর্শক এসআই গোরাচাঁদ বলেন, সরকারি টিউবলের পানি নেওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে গোপাল রায় বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।